আজও শনাক্তের হার ৫ শতাংশের ওপরে

করোনা রোগী শনাক্ত
করোনা রোগী শনাক্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ।বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাড়ে তিন মাস পর আজ দ্বিতীয় দিনের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশের ওপরে থাকল। আগের দিন রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।বিজ্ঞাপন

করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ২০৯। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৪ জন সুস্থ হয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *