আজও চালু থাকবে আমদানি-রফতানি কার্যক্রম

কোরাবানির ঈদ উপলক্ষ্যে বন্ধ ঘোষণা করলেও আটকে পড়া পণ্য দেশে প্রবেশ করাতে আমদানিকারকদের অনুরোধের প্রেক্ষিতে আজও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম চালু রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বিকালে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের পক্ষ এক চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বন্দর দিয়ে ৩০ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছিল। তবে এখনও ভারতে অনেক আমদানিকারকের পেঁয়াজসহ অন্যান্য পণ্য আটকে থাকায় সেসব পণ্য দেশে প্রবেশ করাতে ব্যাবসায়ীদের অনুরোধে বন্ধ একদিন কমিয়ে আগামীকাল (আজ) বন্দর দিয়ে আমদানি-রফতানি চালুর সিন্ধান্ত নিয়েছে আমদানি রফতানিকারক গ্রুপ। তবে আগামী ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী ৫ আগস্ট থেকে বন্দর দিয়ে যথারীতি বাণিজ্য শুরু হবে।

হিলি স্থলবন্দর পরিচালনকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত শ্যানাল বলেন, ঈদ উপলক্ষ্যে সরকার কর্তৃক যে ছুটি ঘোষিত রয়েছে, সেদিন ব্যতিত অন্যান্য দিন বন্দরের ভেতরের সকল কার্যক্রম খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা ইচ্ছে করলে বন্দর থেকে তাদের মালামাল খালাস করেও নিতে পারবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *