আইসিসি চেয়ারম্যান পদে সৌরভের প্রতিদ্বন্দ্বী এহসান মানি

আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে চলতি মাসের শেষে। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে গত ডিসেম্বরে জানিয়েছিলেন ভারতের এই প্রখ্যাত আইনজীবী। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান কে হচ্ছেন সেটা জানা যাবে জুনের শেষে। তার আগে পাকিস্তানের সংবাদমাধ্যমে গুঞ্জন, আইসিসির চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিও আইসিসি চেয়ারম্যান পদে লড়বেন বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ হয়েছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ জানিয়েছে, একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তারা জানতে পেরেছে আইসিসি চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন এহসান মানি। এর আগে ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইসিসির সভাপতির দায়িত্ব পালন করেন এহসান মানি।

আইসিসির বর্তমান কমিটিতেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিসিবি চেয়ারম্যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান এহসান মানি। আইসিসির বেশ কয়েকটি প্রভাবশালী সদস্য দেশ মনে করে, শশাঙ্ক মনোহরের যোগ্য উত্তরসূরি হতে পারেন তিনি।

কেননা আইসিসি প্রধান হিসেবে পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার।

দ্য নিউজ আরো জানিয়েছে, কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব নিয়ে চিন্তিত। সে ভাবনা থেকেই এহসান মনিকে আইসিসি চেয়ারম্যানের পদে লড়ার আহবান করে সংশ্লিষ্ট দেশগুলো। এহসান মানি সে প্রস্তাব গ্রহণও করেছেন বলে দাবি পাকিস্তানি দৈনিকটির।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *