আইরিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

খেলা ১৮ অক্টোবর ২০২১, সোমবার
AddThis Sharing Buttons
Share to Facebook
Share to TwitterShare to GmailShare to WhatsAppShare to MessengerShare to PrintFriendlyShare to More
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড। ইতিমধ্যেই টসে জিতে আইরিশদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ডাচ অধিনায়ক পিটার সিলার।

এবারের বিশ্বকাপের প্রথম পর্বে এ গ্রুপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ছাড়াও আছে শ্রীলংকা ও নামিবিয়া। দুটি দল উত্তীর্ণ হবে সুপার টুয়েলভে।

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস দুটি দলেরই বড় প্রতিপক্ষকে হারানোর ক্ষেত্রে সুনাম আছে। তবে আজকের ম্যাচে যারা হারবে, তাদের পরের দুটি ম্যাচে জিততেই হবে।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

খেলা ১৮ অক্টোবর ২০২১, সোমবার

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড। ইতিমধ্যেই টসে জিতে আইরিশদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ডাচ অধিনায়ক পিটার সিলার।

এবারের বিশ্বকাপের প্রথম পর্বে এ গ্রুপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ছাড়াও আছে শ্রীলংকা ও নামিবিয়া। দুটি দল উত্তীর্ণ হবে সুপার টুয়েলভে।

আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস দুটি দলেরই বড় প্রতিপক্ষকে হারানোর ক্ষেত্রে সুনাম আছে। তবে আজকের ম্যাচে যারা হারবে, তাদের পরের দুটি ম্যাচে জিততেই হবে।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *