অ্যাপলওয়াচে ফিরছে গুগল ম্যাপস

টানা তিন বছরের বিরতির পর অ্যাপলওয়াচে ফিরছে গুগল ম্যাপস। ফলে অ্যাপলওয়াচ ব্যবহারকারীরা এখন অ্যাপল ম্যাপসের পাশাপাশি গুগল ম্যাপস ব্যবহারের সুযোগ পাবেন। খবর দ্য ভার্জ।

২০১৭ সালের পর থেকে অ্যাপলওয়াচে গুগল ম্যাপস ব্যবহারের সুবিধা বন্ধ হয়ে যায়। কী কারণে অ্যাপটি তখন সরানো হয় তা জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুনরায় অ্যাপলওয়াচ ব্যবহারকারীরা গুগল ম্যাপস ব্যবহারের সুযোগ পাবেন। আগে থেকে লোকেশন সেইভ থাকলে গাড়ি, বাস, সাইকেলিং ও হেঁটে যাওয়ার জন্য আলাদা দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস। গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময়ও দেখাবে গুগল ম্যাপস। পাশাপাশি অ্যাপলের কার প্লে অ্যাপের জন্য স্প্লিট স্ক্রিন সমর্থন আনছে গুগল। এ ফিচার যুক্ত হলে গাড়ির ড্যাশবোর্ড ভিউতে গুগল ম্যাপস দেখার পাশাপাশি অন্য অ্যাপ (মিউজিক, পডকাস্ট, ক্যালেন্ডার) স্ক্রিনে দেখা যাবে। গত বছর আইওএস ১৩ সংস্করণে কার প্লে ড্যাশবোর্ড সমর্থন মোড যুক্ত করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *