অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগ

অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগঅর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগপদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে রাজাপাকসে পরিবারের তিন সদস্যও রয়েছেন। পদত্যাগ করা প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপক্ষ এক টুইট বার্তায় বলেন, এটি জনগণ ও সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সহায়তা করবে। বিবিসি

[৩] দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন জানিয়েছেন, কারফিউ জারির করার পরও সরকার বিরোধী বিক্ষোভ বেড়ে যাওয়ায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রী জানান, রোববার রাতে বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন। আল জাজিরা

[৪] শিক্ষামন্ত্রী বলেন, সব মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন যেন প্রেসিডেন্ট একটি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজএনসিআর

[৫] রাজাপাকসে ভাইদের মধ্যে সবার ছোট অর্থমন্ত্রী বাসিল এবং সবার বড় চামাল যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং পরিবারের আরেক সদস্য ক্রীড়ামন্ত্রী নামাল, সবাই পদত্যাগ করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *