অবহেলার কারনেই কাশিয়ানীতে এসএসসির ফলাফলে বিপর্যয় : ইউএনও

আসাদুজ্জামান বাবুল/মাহাবুব সুলতান : [২] গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এবার শিক্ষা ক্ষেত্রে এতো বড় বিপর্যয়ের কারন খুজতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, সাব্বির আহমেদ। পেয়েছেন চাঞ্চল্যকর তথ্য।

[৩] তিনি জানান, এ বছর কাশিয়ানী উপজেলার ৩৭ টি স্কুল হতে ৩২১০ জন ছাত্র/ছাত্রী এসএসসি পরিক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭৫৪ জন শিক্ষার্থী। যা সত্যিই খুব বেদনাদায়ক। পাসের হার ৫৪,৬৪। অপর দিকে, দাখিল পরিক্ষায় অংশ নিয়েছিল ৩৪০ জন শিক্ষার্থী।কিন্ত,পাস করেছে ১৬৪ জন। যাহা আরো হতাশা জনক। পাসের হার ৪৮,২৪। অন্য দিকে, ভোকেশনাল হতে পরিক্ষায় অংশ গ্রহন করে ১৫০ জন ছাত্র/ছাত্রী।কিন্ত পাশ করেছে ৬১ জন।পাসের হার ৪০,৬৭।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ বলেন, এক শ্রেনীর অপেশাদার শিক্ষকদের চরম দুর্নীতি-অব্যবস্থাপনাসহ নানান ধরনের অপরাধমুলক কাজের কারনেই কাশিয়ানীর শিক্ষা ব্যবস্থা ধংসের দারপ্রান্তে।সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিও এর দায় এড়াতে পারেন না।[৫] তিনি বলেন, এক শ্রেনীর অপেশাদার শিক্ষকদের বিরুদ্ধে পাওয়া পাহাড় সমান অপরাধমুলক কাজের অভিযোগের পেছনে সংশ্লিস্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের অভিভাবকদের দায়িত্ব অবহেলার কারনেই এ বছর এসএসসির ফলাফলে এতোবড় বিপর্যয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *