অন্যরকম অভিজ্ঞতা

নুসরাত ইমরোজ তিশা এরইমধ্যে বিভিন্ন ধরনের চরিত্রে দর্শকদের সামনে এসেছেন। তবে এবার ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি, যার শুটিং হচ্ছে ভারতে। শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর এই বায়োপিকে তার স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করছেন তিশা। এই চরিত্রের ২০ বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখা যাবে। ছবির টানা শুটিং চলবে এপ্রিল পর্যন্ত। এরইমধ্যে শুটিং করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। তিশা বলেন, এটি বঙ্গবন্ধুর বায়োপিক, তাই স্বাভাবিকভাবেই অনুভূতি খুব অন্যরকম। তাছাড়া খুব শক্তিশালী ইউনিটের সঙ্গে কাজ করছি আমরা।
একেক দেশের একেক রকম নিয়ম। কিন্তু এই ছবিটির শুটিং আমরা করছি একেবারে ভেতরের আবেগ থেকে। সবাই মিলে একটা ভালো কাজ করতে চাচ্ছি। বাংলাদেশে যখন আমরা কোনো সিনেমার শুটিং করি, সেটার অভিজ্ঞতা থাকে এক রকম। আমরা যখন বাইরে বড় পরিসরে ও বাজেটে শুটিং করি, সেটার অভিজ্ঞতা অন্যরকম। এ ধরনের ইউনিটে কাজ করে অনেক কিছু শেখা যায়। কারণ সব কিছুই হচ্ছে বড় আয়োজনে। তাছাড়া রেণু চরিত্রটি করতে গিয়ে মনে হচ্ছে সেই সময়টায় আমি হারিয়ে যাচ্ছি। এ আবেগ ও অভিজ্ঞতা আসলে বলে বোঝানো যাবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *