অনুমতি মিললে নামবেন তামিম-মুশফিকরা

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে গত ২রা মে অনুশীলন শুরু করেন বাংলাদেশের ক্রিকেটাররা। টানা চারদিন এককভাবে অনুশীলন করেন মাহমুদুল্লাহ-ইমরুলরা। একদিনের বিরতি দিয়ে গতকাল শুক্রবার দলগত অনুশীলনে মাঠে নামেন আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা। গতকাল পৌনে দুইটায় শুরু হয় অনুশীলন। তবে কোয়ারেন্টিনে থাকার কারণে তামিম-মুশফিকরা অনুশীলনে ছিলেন না। মূলত বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না তামিম-মুশফিকসহ ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া শ্রীলঙ্কা সফরের আট খেলোয়াড়। বাকি ছয় জন হলেন- লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে গত ৪ঠা মে দেশে ফিরে বাংলাদেশ দল।
দেশে ফিরে ১৪ দিনের বাধ্যতামূলক হোমা কোয়ারেন্টিন কাটাতে হচ্ছে ক্রিকেটারদের।

তবে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের বাড়তি অনুশীলনের সুযোগ দিতে সরকারের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে আবেদনে সাড়া মিলেছে, তবে এখনো লিখিত ছাড়পত্র না পাওয়ায় দলগত অনুশীলনে যোগ দিতে পারেননি আট ক্রিকেটার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৩শে মে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
রোজা রেখেই ঘাম ঝরাচ্ছেন সাইফুদ্দিনরা
শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের জন্য দলের সঙ্গে প্রস্তুত হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। রোজা রেখেও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফউদ্দিন। গতকাল অনুশীলন শেষে পাঠানো ভিডিও বার্তায় বলেন, ‘রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি, যেহেতু আমাদের সামনে খেলা আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেই টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ।’

সাইফউদ্দিন বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। ধবলধোলাই হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করবো এখান থেকে সিরিজ জয়ের জন্য।’

লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগের অন্তর্ভুক্ত। সুপার লীগে ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। সাইফউদ্দিন বলেন, ‘যেহেতু আইসিসি সুপার লীগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করবো পয়েন্টগুলো অর্জনের জন্য। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা। সবাই চেষ্টা করবে দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি এবং পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *