অনিয়মে জড়িত ৭৫ শতাংশই আ.লীগের

করোনা ভাইরাসের এই মহাসংকটকালেও ত্রাণ আত্মসাৎ করছেন কিছু কিছু জনপ্রতিনিধি। অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল, প্রধানমন্ত্রী ঘোষিত নগদ আড়াই হাজার টাকার অনুদান এবং ওএমএসের (খোলাবাজারে বিক্রি) চাল আত্মসাতের ঘটনা ঘটেই চলেছে। দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি ত্রাণের হাজার হাজার বস্তা চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভিজিএফ ও ভিজিডি এবং ত্রাণের চাল আত্মসাৎ, নগদ টাকা বিতরণে অনিয়ম, ত্রাণপ্রত্যাশীকে মারধর, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ গমন এবং নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ঘটানোসহ বিভিন্ন কারণে গত আড়াই মাসে ৮৫ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। কর্মস্থলে অনুপস্থিতি, দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার একদিনেই ১১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়। অনিয়ম পেলেই শাস্তিমূলক এ বরখাস্ত চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *