অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী

মিনহাজুল আবেদীন : [২] সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষ এ ঘোষণা জানিয়েছেন।

[৩] জানা গেছে, বর্তমান পৌষ মেলা প্রাঙ্গণ যা দেওয়াল দিয়ে ঘিরতে চান বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই পৌষ মেলা প্রাঙ্গণে প্রতিবছর ডিসেম্বর মাসে পৌষ মেলা অনুষ্ঠিত হয় এবং লাখ লাখ মানুষ ভিড় জমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে কবিগুরুর শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনেই ২০১৮ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভবন উদ্বোধন করেন। এই দেওয়াল তোলা নিয়ে মতভেদ কয়েক দিন ধরে চলছিল। কিন্তু সোমবার চরমে উঠে পরিস্থিতি। সমকাল

[৪] বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, ঠিকাদার সংস্থার কর্মীদের রোববার মারধরও করেছেন কিছু লোকজন। সোমবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতে পাঁচিল তোলার কাজ শুরু হয়েছিল।
[১] ভ্রাম্যমান রাতের হোটেল, করোনার কারনে জীবনযুদ্ধে দরিদ্র নগরবাসী ≣ [১] ধকল এড়াতে কোহলিদের আইপিএল না খেলার পরামর্শ দিলেন কপিল দেব ≣ [১] চলতি মাসে বাংলাদেশ থেকে কোন ইপিএস কর্মীকে না যাওয়ার অনুরোধ করেছে দক্ষিণ কোরিয়া

[৫] বিক্ষোভকারীদের অভিযোগ, অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বভারতীর আর কোনো ফারাক থাকছে না। রবীন্দ্র ভাবাদর্শ, ইতিহাস, ঐতিহ্য, ভাবাবেগ সব কিছু ধ্বংস করে নরেন্দ্র মোদি সরকার এখন বিশ্বভারতীকে কংক্রিটের জঙ্গল বানানোর চেষ্টা করছে। বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে কাজে লাগিয়ে এই কাজ করছে মোদি সরকার। কলকাতা ২৪

[৬] মমতা ব্যানার্জি বলেন, বিশ্বকবির উদ্দেশ্যই ছিল, ফাঁকা জায়গায়, প্রকৃতির পরিবেশে, খোলা আলোয়, পাখির কিচিরমিচির ডাকে, গাছতলায় শিক্ষার মুক্ত পরিবেশ তৈরি করা আর সেই পরিবেশ বজায় রেখেই শান্তিনিকেতন তিনি তৈরি করেছিলেন। মমতার এই বক্তব্যর কিছু পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিংয়ে বসেন এবং অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বর্তমান

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *