অনলাইনে পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয়

মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নিতে না পারায় আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

[৩] মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু।

[৪] অনলাইনে পরীক্ষার বিষয়ে উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, আমরা সকল অনুষদের ডিন দের নিয়ে পরীক্ষার বিষয়ে মিটিং করেছি। মিটিংয়ে বেশিরভাগ শিক্ষক অনলাইনে পরীক্ষা নিতে সম্মতি প্রকাশ করেছেন। সর্বসম্মতিক্রমে অনলাইন পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। পরীক্ষার ব্যাপারে ইতোমধ্যে প্রত্যেকটি বিভাগে চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে। বিভাগ চাইলে যে কোনো সময় পরীক্ষা শুরু করতে পারে। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অক্ষুণ্ণ রেখে বিভাগ সমূহে মানবন্টনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *