অনন্তর ‘নেত্রী: দ্য লিডার’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তার নতুন চলচ্চিত্র ‘নেত্রী: দ্য লিডার’-এ ভারত ও তুরস্কের দুই পরিচালকের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনা করবেন তিনি নিজেই। এই সিনেমায় অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, রবি কিষাণ ও প্রদীপ রাওয়াত। তুরস্কের অভিনয় শিল্পীদের মধ্যে অন্যতম হলেন এরতুগ্রুল সাকার। ‘সেফকাত তেপে’ এবং ‘ভ্যালি অব দ্য উল্‌ভস’ এ অভিনয় করে এরইমধ্যে তিনি আলোচিত। গত শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘নেত্রী: দ্য লিডার’ ছবির অনুষ্ঠানিক ছবিটির ঘোষণা দেয়া হয়। রাজনৈতিক প্রেক্ষাপটে অ্যাকশনধর্মী সিনেমা নেত্রী: দ্য লিডার। এর মূল চরিত্রে থাকছেন বর্ষা।
অর্থাৎ ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী বর্ষা। অনন্ত জলিল অভিনয় করবেন বর্ষার দেহরক্ষীর ভূমিকায়। এ ছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও। এদিন অনন্ত জলিল জানান, ক’জন সাধারণ মেয়ের নেত্রী হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হবে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি। এখানে দেখানো হবে সিলেট বিভাগের রাজনীতির সঙ্গে জড়িত নারী নেত্রীর গল্প।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *