অগমেন্টেড রিয়ালিটি গ্লাস কোম্পানি নর্থ কিনল গুগল

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নর্থ নামে একটি কোম্পানি অধিগ্রহণ করেছে, যা অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাস তৈরি করে। এ অধিগ্রহণের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করা হয়নি। খবর দ্য ভার্জ।

বিবৃতিতে গুগল জানায়, নর্থ তাদের হার্ডওয়্যার খাতে ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগে সহায়তা করবে। পাশাপাশি ভবিষ্যৎ কম্পিউটিং প্রযুক্তি উন্নয়নে সহায়তা করবে নর্থ। শিগগিরই নর্থের অভিজ্ঞ কর্মীদল গুগলের হয়ে কার্যক্রম শুরু করবে।

নর্থের পক্ষ থেকে বলা হয়, তারা গুগলের অংশ হতে পেরে আনন্দিত। উভয় প্রতিষ্ঠানের চেষ্টায় আরো উন্নত এআর গ্লাস উন্নয়ন সম্ভব হবে। নর্থ গত বছর তাদের প্রথম প্রজন্মের এআর গ্লাস উন্মোচন করেছিল। ১ হাজার ডলার মূল্যের এ গ্লাসের বেশকিছু ইউনিট বিক্রিও করা হয়েছে। মালিকানা হাতবদল হওয়ায় এরই মধ্যে নর্থের এআর গ্লাস ক্রেতারা ডিভাইস ব্যবহার থেকে বঞ্চিত হবেন। বিষয়টির সমাধানে কাজ করছে নর্থ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *