নতুন রাজনৈতিক জোট নিয়ে আলোচনা

আগামী নির্বাচন ও সম্ভাব্য আন্দোলন কর্মসূচি সামনে রেখে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হয়েছে। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি’র বাইরে থাকা সরকার বিরোধী দলগুলো এই জোটে অংশ নেবে বলে নেতারা জানিয়েছেন। এই জোটের নেতৃত্বে থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। উদ্যোগ গ্রহণকারীরা এরইমধ্যে সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ঈদের পরে আনুষ্ঠানিকভাবে বৈঠক করার কথা রয়েছে। বিএনপি সরাসরি এই জোটে না আসলেও আগামীর আন্দোলন সংগ্রামে সবাই একসঙ্গে মাঠে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে সরব এমন প্রত্যেক দলের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নিয়ে রূপরেখা তৈরির উদ্যোগ নেয়া হবে। কোনো দলের সঙ্গে মতবিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন উদ্যোক্তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *