ফ্রান্সে ইসলামি পদ্ধতিতে পশু জবেহ নিষিদ্ধ হচ্ছে, মুসলিমদের প্রতিবাদ

প্যারিস মসজিদের পরিচালক চেমস-এডিন হাফেজ এবং লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপ্তান এক বিবৃতিতে বলেন, দেশটির নতুন আইন আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। এই আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হবে। নতুন এ আইনটি কার্যকর হবে আগামী জুলাই থেকে যে কারণে ইসলামি পদ্ধতিতে পশু জবেহ করা যাবে না। ডেইলি সাবাহ, আনাদুলু, টিআরটি ওয়ার্ল্ড

[৩] মুসলিম নেতারা তাদের উদ্বেগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালকে জানিয়েছেন কিন্তু এব্যাপারে কোনো জবাব আসেনি।

[৪] বিষয়টি নিয়ে দেশটির মুসলিম নেতারা ইহুদি নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। ইহুদি ধর্ম অনুসারে ধর্মীয় বিধি বিধান মেনে পশু জবেহ করতে হয়।
২ মার্চ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ≣ [১] সুত্রাপুর থানা আ. লীগ এর আওতাধীন ৪৪ ওয়ার্ড নং আ. লীগ এর উদ্যোগে এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি ≣ সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

[৫] ফরাসী কৃষি ও খাদ্য মন্ত্রণালয় গত বছরের ২৩শে নভেম্বর মুসলিম আইনে মুরগি জবেহর বিল সংসদে উত্থাপন করা হয়। নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে ২০২১ সালের জুলাই পর্যন্ত ফ্রান্সে পোল্ট্রি, পশুর ইসলামিক জবেহ নিষিদ্ধ হতে যাচ্ছে।

[৬] ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ বেলজিয়ামের মতো হালাল মাংসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ দেশটির শহরতলিতে একটি হালাল সুপার মার্কেটকে মদ ও শূকরের পণ্য বিক্রি করতে বাধ্য করেছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *