আলোচনা-সমালোচনা সব মাধ্যমেই থাকে -অপর্ণা ঘোষ

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। করোনাকালীন এই সময়ে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। তবে আগামী মাসে বড়পর্দার জন্যও ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান তিনি। ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ শিরোনামের একটি ছবির শুটিংয়ে যাবেন তিনি। আবদুল মান্নানের গল্পে ছবিটি পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। গেল বছরের শেষের দিকে এই ছবির একদিনের শুটিং করেন অপর্ণা। তার ভাষ্য, সরকারি অনুদানের এই ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ১০ই অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।
সব কিছু ঠিক থাকলে আবারো ভালো একটি কাজ দর্শকদের দিতে পারবো বলে আশা করছি। এই অভিনেত্রীর সর্বশেষ সিনেমা হলো ‘গণ্ডি’। সিনেমার ক্যারিয়ার নিয়ে অপর্ণার ভাবনা কী? ‘ভূবন মাঝি’খ্যাত এই অভিনেত্রী বলেন, চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাই। কিন্তু আমাদের চলচ্চিত্র আগের মতো নেই। ছবি নির্মাণের সংখ্যাও কম। তার মধ্যে করোনা পরিস্থিতি চলচ্চিত্রের অবস্থা আরো খারাপ করে দিয়েছে। চলতি সময়ে ওয়েব সিরিজ বিনোদনের নতুন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই মাধ্যমেও কাজ করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘সুন্দরী’ শিরোনামের ওয়েব সিরিজ। এ প্রসঙ্গে অপর্ণা বলেন, ওয়েব সিরিজ নতুন একটি মাধ্যম। এতে ভালো কাজ হলে করতে আপত্তি নেই। আলোচনা-সমালোচনা সব মাধ্যমেই থাকে। কিন্তু আমাদের ভালোর দিকে জোর দিতে হবে। ওয়েব সিরিজে বিশ্বের অনেক জনপ্রিয় তারকা এখন কাজ করছেন। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর প্রায় পাঁচ মাস কোনো ধরনের শুটিং করেননি অপর্ণা ঘোষ। তবে কোরবানির ঈদের সময় থেকে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। এ পর্যায়ে শুধু নাটকেই অভিনয় করছেন। তবে নিয়মিত লাইট ক্যামেরার সঙ্গে নেই বলে জানান। একটি কাজ শেষ করার পর কিছু দিনের বিরতি নেন। কারণ এই সময়ে প্রতিদিন শুটিং করা সম্ভব না বলেই মনে করেন তিনি। এ অভিনেত্রী আরো বলেন, নিজেকেও সুরক্ষিত রাখতে হবে। সুস্থ থাকলেই তো কাজ করতে পারবো। তাই এভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *