১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে দুদক

ঢাকার বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে আসামি সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তে নতুন করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল কমিশন বৈঠকে এ অভিযোগপত্র অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের প্রণব কুমার ভট্টাচার্য্য।

রাজউকের ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারকে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা, উপরের ফ্লোরগুলো বন্ধক দেয়া ও বিক্রি করার অভিযোগে গত বছরের ২৫ জুন দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনায় দুদকের দায়ের করা আরেক মামলায় গত বছরই অভিযোগপত্র অনুমোদন করে দুদক।

গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ নাজমুল হুদা মৃত্যুবরণ করায় তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *