৭০ বছরের বেশি বয়স্ক সৌদি নাগরিক টিকা নিলেও ওমরা করতে পারবে না

মঙ্গলবার দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এই তথ্য জানিয়ে বলে আগামী হজের জন্য ১৮-৬০ বছর বয়সীরাই শুধু আবেদন করতে পারবেন। আর হজে যাওয়ার অন্তত এক সপ্তাহ আগেই দুই ডোজ টিকা নিতে হবে। সৌদি গেজেট/সৌদি এক্সপ্রেস/আরব নিউজ

[৩] গত রোববার সহকারী স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল-আবদেল আলী বলেছেন, ওমরা পালনকারীদের কোভিড টিকা নেওয়া এখনো বাধ্যতামূলক করা হয়নি।

[৪] তবে ওমরা বা হজ পালনের ক্ষেত্রে শিশুদের অন্তর্ভুক্ত করা না গেলেও অনুমতিপ্রাপ্তরা তাদের মা’কে সঙ্গে নিতে পারবে।
[১] ঠাকুরগাঁওয়ে শত বছর বয়সী মমতার জীবন সংগ্রাম, মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও পান না কোন ভাতা!! ≣ ১ হাজার ১০০ কোটি টাকা পাচ্ছে চার বিশ্ববিদ্যালয় ≣ [১] চ্যানেল আই “শ্রেষ্ঠ সমাজ সেবক” সম্মাননা পেলেন মেজর (অব.) মোহাম্মদ আলী

[৫] হজ বা ওমরার পারমিট সংগ্রহ করতে আবেদন করতে বলা হয়েছে। যাকে বলা হচ্ছে ‘তাওয়াক্কালনা’ আবেদন। এধরনের আবেদন করার পর আবেদনকারী টিকা নিয়েছেন কি না বা তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *