৬ উত্তর কোরীয় ও রুশ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সপ্তাহের ব্যবধানে উত্তর কোরিয়ার দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ১ রুশ নাগরিক ও দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর এধরনের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আরটি

[৩] যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে, ওই ৬ ব্যক্তি উত্তর কোরিয়ায় গণবিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সরঞ্জাম সংগ্রহের সঙ্গে জড়িত।

[৪] যুক্তরাষ্ট্রের টেরোরিজম এন্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, উত্তর কোরিয়ার অবৈধভাবে অস্ত্র নির্মাণের জন্য পণ্য সংগ্রহে বিদেশি প্রতিনিধিদের ক্রমাগত ব্যবহার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

[৫] নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন ৪ উত্তর কোরিয়া নাগরিক হচ্ছেন দেশটির ডালিয়ানের সিম ওয়াং সক, পিয়ং ওয়াং চোল এবং শেনইয়াংয়ের কিম সং হান ও ক্যাং চোল হাক। এদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্যে ইস্পাত, সফ্টওয়ার, রাসায়নি ও অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *