৫ম দফায় কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে পঞ্চম দফায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানে ও স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ধরলার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার চর কৃষ্ণপুর, সারডোব ও নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ভোগডাঙ্গা ইউনিয়নের নন্দ দুলালের ভিটা চর জগমনের এলাকার ৭৯ বাড়ি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, আমরা নদীভাঙন কবলিত এলাকাগুলোতে ভাঙন রোধে জিওব্যাগ ফেলা কার্যক্রম অব্যাহত রেখেছি। পাইলিং দেয়া হচ্ছে এবং বন্যা পরবর্তী নদীর তীর সংরক্ষণ করা হবে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *