৪ দিনে ভারতের পার্লামেন্টের ৪০০ কর্মী করোনায় আক্রান্ত

৪০২ কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ভারতের পার্লামেন্টের আসন্ন বাজেট অধিবেশন আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে

৪০২ কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ভারতের পার্লামেন্টের আসন্ন বাজেট অধিবেশন আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছেফাইল ছবি: রয়টার্স

বাজেট অধিবেশনের আগেই ভারতের পার্লামেন্টের দুই কক্ষের ৪০২ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে আসন্ন অধিবেশনটি আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্র বলছে, ভারতের পার্লামেন্টে ১ হাজার ৪০৯ কর্মী রয়েছেন। ৪ থেকে ৮ জানুয়ারি তাঁদের মধ্যে ৪০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁরা অমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ২০০, উচ্চকক্ষ রাজ্যসভার ৬৯ ও পার্লামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৩৩ কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনার পর পার্লামেন্টের সব কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা কর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে।বিজ্ঞাপন

<

করোনার হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের।ভারত থেকে আরও পড়ুন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *