৩৪ বছর পর কোপা দেল রে’র শিরোপা জয় সোসিয়েদাদের

৩৪ বছর পর কোপা দেল রে’র স্বাদ পেলো রিয়াল সোসিয়েদাদ। শনিবার রাতে সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়ে ইমানোল আলগুয়াসিলের শিষ্যরা। সোসিয়েদাদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। ১৯৮৬-৮৭ মৌসুমে শেষবার কোপা দেল রে’র শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রিয়াল সোসিয়েদাদ।
করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের কোপা দেল রে’র ফাইনাল স্থগিত হয় অনির্দিষ্ট সময়ের জন্য। এরপর মহামারির প্রকোপ সামলে ফুটবল মাঠে ফিরলেও কোপা দেল রে’র গত আসরের ফাইনাল মাঠে গড়ায়নি। এরই মধ্যে ২০২০-২১ মৌসুমের ফাইনালিস্টও নির্ধারিত হয়ে যায়।
পুরো ম্যাচ জুড়ে বল দখলে দুই দলই লড়াই করেছে। সোসিয়েদাদ ৫৮ শতাংশ বল দখলে রেখে গোলবারের উদ্দেশ্যে ৬টি শট নেয়, যার মাত্র একটি লক্ষ্যে ছিল।
অন্যদিকে ৪২ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নেয় বিলবাও, যার দুটি লক্ষ্যে ছিলো।
ম্যাচের ৩৩তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয়ার সুযোগ পায় বিলবাও। ইনিগো মার্টিনেজের জোরালো শট দারুণভাবে প্রতিহত করেন গোলরক্ষক অ্যালেক্স রেমিরো।
৫৮তম মিনিটে মার্টিনেসের ভুলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ডি-বক্সে প্রতিপক্ষের স্ট্রাইকার পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্প্যানিয়ার্ড। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে পার্থক্য গড়ে দেন ওইয়ারসাবাল। আর তাতেই তিন দশকেরও বেশি সময় পর শিরোপার স্বাদ পেলো সোসিয়েদাদ। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।
বার্সেলোনার পর কো দেল রে’তে দ্বিতীয় সফলতম ক্লাব অ্যাটলেটিকো বিলবাও। ২৩বার শিরোপা ঘরে তুলেছে তারা। তবে তাদের সবশেষ সেই ফাইনাল জয়টি ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর মাঝে চারবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি তাদের।
আগামী ১৭ই এপ্রিল ২০২০-২১ মৌসুমের কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে বিলবাও। সোসিয়েদাদের কাছে শিরোপা হারানোর আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের সামনে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *