হুটহাট কাজ শুরু করতে চাই না – নাদিয়া আহমেদ

জনপ্রিয় মডেল-অভিনেত্রী নাদিয়া আহমেদ। দেশের প্রায় প্রতিটি চ্যানেলের নাটক-টেলিছবিতে দেখা মেলে এই অভিনেত্রীর। ‘মন দরজা’, ‘বকুলপুর’, ‘একটি গ্রাম একটি শহর’ ও ‘বহে সমান্তরাল’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। তবে করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় অন্য অনেকের মতো তিনিও বাসাতে থাকছেন। এদিকে গেলো ১লা জুন থেকে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং। নাদিয়ার শুটিং নিয়ে পরিকল্পনা কি? উত্তরে এ অভিনেত্রী বলেন, শুটিংয়ে ফেরার বিষয়ে নিশ্চিত করে বলতে পারছি না। নাটকে অভিনয় নিয়ে কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। তবে কবে নাগাদ কাজে ফিরব ঠিক করিনি।

পরিস্থিতির ওপর নির্ভর করছে। শুটিংয়ে কিভাবে ফিরতে চান? ধারাবাহিক নাকি খন্ড নাটকের মধ্য দিয়ে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজের মানুষ কাজে ফেরাই হলো আসল বিষয়। আমার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। এছাড়া কিছু খণ্ড নাটকের কাজও হাতে আছে। দেখা যাক কি হয়। তবে হুটহাট করে কাজ শুরু করতে চাই না। ঘরবন্দি থেকে সত্যিকার অর্থে কি শিখলেন? এ প্রসঙ্গে নাদিয়া বলেন, এই সময়ে অনেক কিছুই শেখা হয়েছে। তবে একটা বিষয় প্রমাণ হল যে মানুষের ক্ষমতা বলে কিছু নেই। অদৃশ্য একটি ভাইরাসের কাছে সবাই আজ ঘরবন্দি। আরেকটা বিষয় হচ্ছে, যা আয় করলাম তা জেনে বুঝে খরচ করা উচিত। কিছু সঞ্চয় করা উচিত, এ বিষয়টিও খুব ভালো করে বুঝলাম। নাদিয়া করোনা পরবর্তী সময় নিয়েও কথা বলেন। তিনি বলেন, আসলে সবশেষে আমরা আমাদের খুব ভালোবাসি, এ জন্যই ঘরবন্দি থেকেছি, এখনও আছি। যারা নিজেকে, নিজের পরিবারকে ভালোবাসেন তারা সবসময় সচেতন থাকার চেষ্টা করবেন বলে আমি মনে করি। শুধু করোনার কারণে সচেতন, আর অন্য সময় নয় এটা কোনো কথা হতে পারে না। জীবনকে ভালোবাসলে, এ পৃথিবীতে সুন্দর করে বাঁচতে চাইলে অবশ্যই নিজের প্রতি সচেতন ও যত্নবান হতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *