হারের ইতিহাস ভুলেই ভারতকে হারিয়েছে পাকিস্তান

ভারতের বিপক্ষে বিশ্বকাপে বহু আরাধ্য সেই জয় পেল পাকিস্তান। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১–এর সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ভারত নির্ধারিত ২০ ওভারে তুলতে পারে মাত্র ১৫১ রান। জবাবে শুরু থেকেই নিখুঁত ব্যাটিং করেছে পাকিস্তান। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে, ১৩ বল বাকি রেখে, কোনো উইকেট না হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ম্যাচসেরার পুরস্কার পান শাহিন আফ্রিদি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাকিস্তানকে বিশ্বকাপে প্রথম জয় এনে দিয়েছেন বাবর
পাকিস্তানকে বিশ্বকাপে প্রথম জয় এনে দিয়েছেন বাবরছবি: এএফপি

ম্যাচের শেষে কীভাবে ভারতকে হারানোর পরিকল্পনা করেছেন, তা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অনায়াস জয় নিশ্চিত করা উদ্বোধনী জুটি নিয়ে বলেছেন, ‘ওপেনার হিসেবে আমরা খুব সাধারণভাবে ব্যাট করে একটা বড় জুটি গড়তে চেয়েছি। যত সময় যাচ্ছিল, ব্যাটিং করা তত সহজ হয়ে যাচ্ছিল। ফলে আমরা ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম এবং সেটা আমরা করেছিও। ভারতকে হারিয়েছি বলেই যে বাকি টুর্নামেন্ট আমাদের জন্য সহজ হয়ে যাবে, বিষয়টি মোটেও এমন নয়। তবে এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোতে আমাদের অনেক সাহায্য করবে। আমরা এক ম্যাচ এক ম্যাচ করে এগিয়ে যাব। এখনো এই টুর্নামেন্টের অনেক খেলা বাকি।’
বিজ্ঞাপন
বাবর আজম কাল দারুণ খেলেছেন
বাবর আজম কাল দারুণ খেলেছেনছবি: এএফপি

ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড খুব খারাপই ছিল। ১২ ম্যাচের সব কটিতেই হারার রেকর্ড নিয়ে কাল মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু খেলার আগে অতীত ইতিহাস মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন বলে জানান বাবর, ‘আমরা খুব ভালোভাবে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং অতীতের রেকর্ড নিয়ে কোনো চিন্তাই করিনি। আমরা আমাদের অনুশীলন, বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ এবং ঘরোয়া লিগ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি।’
আফ্রিদির স্পেলই ভারতকে কাঁপিয়ে দিয়েছে
আফ্রিদির স্পেলই ভারতকে কাঁপিয়ে দিয়েছেছবি: এএফপি

শাহিন আফ্রিদি খেলার শুরুতেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন। এরপর পাকিস্তানি অন্য বোলাররাও আঁটসাঁট বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের একমুহূর্তের জন্যও স্বস্তি পেতে দেননি। তাই বোলারদের প্রশংসা করতেও ভুললেন না টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা এই ব্যাটসম্যান, ‘দলীয় প্রচেষ্টার মাধ্যমে আমরা এ জয় পেয়েছি। তবে বোলারদের ধন্যবাদ দিতেই হবে। শুরুতে ভারতের দ্রুত উইকেট পড়ে যাওয়ায় গোটা ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে গেছে। ফলে আমাদের স্পিনাররাও আত্মবিশ্বাস পেয়েছে এবং তারাও ভালো বোলিং করেছে। আমাদের প্ল্যান মোতাবেক আমরা মাঠে খেলতে পেরেছি বলেই আমরা আজ (গতকাল) জিততে পেরেছি।’
ক্রিকেট থেকে আরও পড়ুন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *