স্মৃতিকাতর ববি

তিন বছর আগে বাবা কে এম ইনামুল হককে হারিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা ববি। কিন্তু সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাই বাবার মৃত্যুবার্ষিকীর দিন তাকে স্মরণ করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। ববি সেখানে বলেন, কি যে ভয়ঙ্কর রাত এপ্রিলের ৫ তারিখ। সবাই বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে! ভয়, অস্থিরতা, কান্না, কষ্ট যত সময় যাবে ওই রাত আর এমন লাগবে না। কিন্তু আমার তো কমছে না। বরং কখনো কখনো বাড়ছে। মাঝে মাঝে বিশ্বাস হয় না আব্বা নেই।
যে মানুষটা এত সব কিছু করে দিলো। আর নেই! কিন্তু তার শিক্ষা, মানুষের জন্য ভালোবাসা, সরলতা, বুঝে হোক আর না বুঝে হোক সব সময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা এসব তো আর মুছে যাবে না। অনেক দেখতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, একসঙ্গে বসে খেতে ইচ্ছে করে, মুভি দেখতে ইচ্ছে করে, ক্রিকেট খেলা দেখার সময় বাংলাদেশ না জিতলে প্রেসার হাই হয়ে যাওয়া, এত সততা, সহযোগিতা কোথায় পাবো? বাবার সঙ্গে না বলা অনেক কথা রয়ে গেছে। তাই অনেক আক্ষেপ রয়েছে এ নায়িকা বলেন, অনেক কথা ছিল তোমার সঙ্গে। বলতে পারলাম না। আব্বা তুমি চলে যাওয়ার আগের দুই সপ্তাহ আমি ইন্ডিয়াতে শুটিং করছিলাম। নিজেকে খুব অপরাধী মনে হয়। কত আবদার কত ভালোবাসা কত অভিমান সব তোমার সঙ্গে নিয়ে গেছো। তারপরও বাবা তুমি আমার যত খুশির কারণ। আমার বাবা সেই জন্য বলছি না! তুমি অনেক বড় মনের একজন মানুষ। আমার যা কিছু সব তোমার জন্য। ভালো থেকো। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *