স্বীকৃতি পেলেন সোনু

কোভিড ১৯ রুখতে লড়াইয়ে রিল লাইফ নয়, রিয়েল লাইফেই হিরোর ভূমিকা পালন করে চলেছেন সোনু সুদ। প্রথম লকডাউন থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু। পরিযায়ীদের বাড়ি ফেরানো থেকে পড়ুয়াদের অনলাইন পড়াশোনায় সাহায্যে বহু ক্ষেত্রে হাত বাড়িয়েছেন সোনু। আশীর্বাদও কুড়িয়েছেন জনসাধারণের। আর এবার বড় স্বীকৃতি পেলেন তিনি। কোভিড মোকাবিলায় টিকাকরণ কর্মসূচিতে সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করল পাঞ্জাব সরকার। গত রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং এই ঘোষণা করেন। শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে তার সঙ্গে দেখা করেন সোনু।
টুইটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী লেখেন, পাঞ্জাবের করোনা টিকাকরণ কর্মসূচিতে সোনু সুদের মতো একজন মানবতাবাদীকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ঘোষণা করতে পেরে আমি আপ্লুত। একইসাথে সকলকে শীঘ্রই ভ্যাকসিন নেওয়ার জন্য আবদেন রাখেন তিনি। রিটুইট করে অভিনেতা লেখেন এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। একসাথে আমরা সচেতনতা বাড়িয়ে কোভিড মোকাবিলা করতে পারি। সকলকে শীঘ্রই ভ্যাকসিন নেওয়ার বার্তা দিয়ে আরও একটি টুইট করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *