সুন্দরগঞ্জে নাশকতা মামলায় দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে

ক্বারী মো: আবু জায়েদ খান সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে সন্ত্রাস ও নাশকতা মামলায় সুন্দরগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত নেতা বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ ও শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ত্রাস দমন আইনের মামলায় হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করেন।
২০১৮ সালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের একটি সন্ত্রাস দমন আইনের মামলায় বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ ও শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলামকে আসামি করা হয় (মামলা নং-২৯০/১৮)। দীর্ঘদিন তারা মামলায় হাজিরা না দিয়ে গড় হাজিরা ছিল। ছামিউল ইসলাম উপজেলার শান্তিরাম গ্রামের সমেস উদ্দিনের ছেলে এবং বেলকা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক। ইব্রাহিম খলিলুল্যাহ উপজেলার মধ্য বেলকা গ্রামের জহির উদ্দিনের ছেলে এবং বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম শফিক জানান, নাশকতা মামলায় তারা দীর্ঘদিন গর হাজিরা ছিল। তারা দীর্ঘদিন গড় হাজিরা শেষে বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *