সুন্দরগঞ্জে গরু চুরি, মাদক ব্যবসা, জমি দখল, লুটপাট অভিযোগ মামলা দায়ের বাদী নিরাপত্তাহীনতায় ভূগছেন

ক্বারী মোঃ আবু জায়েদ খান সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামে গত ১৭ এপ্রিল ২০২০ ইং তারিখে উক্ত গ্রামের শুকুর আলী, ইসমাইল হোসেন, সৈয়দ আলীর ৫টি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় চুরি যাওয়া ২ টি বের চোরেরা বের করে দেয়। অবশিষ্ট ৩ টি গরুর মুল্য ফেরত দেওয়ার কথা থাকলেও শালিস দরবারে স্বীকারোক্তী দিলেও তা এখনও ফেরত দেয়া হয়নি। জিগাবাড়ী গ্রামের আব্বাস মন্ডলের ছেলে সাহিবুল আলম মন্ডল ওরফে শাহিন গংদের অন্যায় অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে গত ০৯/০৯/২০২০ ইং তারিখে শত শত লোকের স্বাক্ষরিত অভিযোগ সুন্দরগঞ্জ নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, গত ২৫/০৫/২০২০ ইং তারিখ রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় অভিযোগে বর্ণিত আসামিগণ হাতে লাঠি, ছোরা, দা, কুড়াল, লোহার রডসহ দেশীয় মারাত্বক অস্ত্রে সজ্জিত হয়ে মাঝবাড়ী গ্রামের আকবার আলীর ছেলে মজিবুর রহমান মজির বাড়িতে আক্রমন চালিয়ে বাড়িঘর ভাংচুর লুটতারাজ করে। মামলায় উল্লেখ করা হয়েছে মজির স্ত্রী ২ ভরি স্বর্ণের চুড়ি যার বর্তমান মূল্য ৯৬ হাজার টাকা ও আমার আলমারীতে রাখা ৫৫ হাজার টাকা এবং ১২ আনা সোনার কানের দুল যার মুল্য ৩৬ হাজার টাকা,  ১ ভরি ওজনের সোনার মালা যার মুল্য ৪৮ হাজার টাকা। এ ঘটনায় মজিবর রহমান মজি সাহিবুল আলম মন্ডলসহ ৩০ জনকে ১৪৩,৪৪৮,৩২৩,৩৮০,৪২৭,৫০৬,১১৪,৩৪ পেনাল কোড ধারায় গত ২৮/০৫/২০২০ ইং তারিখে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং -৪০। 

জমি দখলঃ পাট ও বামের জমি গত ০৯/০৬/২০২০ ইং সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় উল্লেখিত আসামিগণ পাওয়া ট্রিলার দ্বারা হাল-চাষ করে ২৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। ৪০ মন তোলা বাদাম বস্তায় করে নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা ও গরু বিক্রির ১ লক্ষ ৪৫ হাজার টাকা, ১২ হাত বাংলা ঘর ও একটা টিনের চলা ঘর ভাংচুর করে। এঘটনায় উলিপুর থানায় আনারুল ইসলামসহ ৩২ জনকে ১২/০৬/২০২০ ইং তরিখে ১৪৩,৪৪৭,৩২৩,৩৭৯,৩৮০,৪২৭,৫০৬,১১৪,৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মাদক মামলা এফ আই আর নং- ১৩, জি আর নং-১১০/২০, তারিখ ঃ ২২/০৫/২০২০ ইং। বাদির ও অভিযোগকারীদের অভিযোগ তারা বর্তমানে অপকর্মকরীদের বিরুদ্ধে অভিযোগ করায় নিরাপত্তাহীনতায় ভূগছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *