সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় জবি শিক্ষক সমিতির মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। সোমবার (২২মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষক সমিতি।

[৩] মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জে হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যারা হামলা চালাচ্ছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তারা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। এই কুচক্রী মহল একাত্তর সাল থেকেই ধর্মের নামে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য তৎপর রয়েছে। দেশের প্রচলিত আইনের আওতায় এনে এ স্বাধীনতা বিরোধী কুচক্রীদের বিচারের দাবি জানাচ্ছি আমরা।

[৪] মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, সুনামগঞ্জের শাল্লায় যারা হামলার শিকার হয়েছে তারা আমাদের ভাই-বোন। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলায় যারা এই সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে তারা আমাদের শত্রু। এদের দেশ থেকে বিতড়িত করতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবকে বানচাল করতেই তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা শিক্ষিত সমাজ এর তিব্র নিন্দা জানাচ্ছি।
[১] করোনামুক্ত হলেও হঠাৎ নিউমোনিয়া আক্রান্ত ডা. জাফরুল্লাহ ≣ [১] ফেব্রুয়ারি থেকে দেশে ফিরেছে অন্তত এক লাখ প্রবাসী: ইমরান আহমেদ ≣ [১]দাউদকান্দিতে করোনার টিকা নিলেন এমপি সুবিদ আলী ভূঁইয়া

[৫] মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, একাত্তর সাল থেকেই ধর্মের নামে একশ্রেণির লোক দেশের স্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত। তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা বিভিন্ন সময় দেশে মৌলবাদীকে মদদ দিয়ে উগ্র করে তুলছে। এদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

[৬] মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমের সঞ্চালনায় শিক্ষক সমিতির সদস্যরা, নীলদলের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *