সবার অংশগ্রহণ নিশ্চিত না হলে টেনিস শুরুর বিপক্ষে নাদাল

ফুটবল ফিরতে শুরু করেছে। ক্রিকেট ফিরবে জুলাইয়ে। টেনিস ফেরানোরও আলোচনা চলছে। তবে তাতে সায় নেই রাফায়েল নাদালের। স্প্যানিয়ার্ড তারকার মতে, সবার অংশগ্রহণের নিশ্চয়তা না থাকলে কোনো টেনিস টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয়।
করোনা ভাইরাসের জন্য পিছিয়ে না গেলে ফরাসি ওপেনের দ্বিতীয় সপ্তাহ চলতো এখন। রাফায়েল নাদালকে হয়তো তার ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যামের জন্য লড়তে দেখা যেত প্যারিসে। ফরাসি ওপেন মাঠে গড়ানোর কথা সেপ্টেম্বরের শেষে অথবা আগস্টের শুরুতে। আর বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরুর কথা ২৪শে আগস্ট।

সম্প্রতি টুইটারে এক আলোচনায় বসেছিলেন ফ্রেঞ্চ টেনিসের প্রধান কর্মকর্তা গিউদিচেল্লি এবং র?্যাঙ্কিংয়ের ৯ নম্বর তারকা গায়েল মনফিলস। সেখানে গিউদিচেল্লি বলেন, ‘আমি তোমাকে (মনফিলস) নিশ্চয়তা দিতে পারি, রোলাঁ গারোর ইভেন্ট ঠিকই অনুষ্ঠিত হবে।’ গিউদিচেল্লি কেবল টুর্নামেন্ট আয়োজন করার কথাই বলেননি, সেই সঙ্গে দর্শকপূর্ণ স্টেডিয়ামে ফ্রেঞ্চ ওপেন আয়োজনের ইচ্ছাও ব্যক্ত করেছেন তিনি।
গ্র্যান্ড স্লামের মতো আসরগুলোয় অংশগ্রহণ থাকে সারা বিশ্বের টেনিস তারকাদের। ঠিক কবে সারাবিশ্বে আবার বিমান চলাচল শুরু হবে তার নিশ্চয়তা নেই। রাফায়েল নাদালের মতে, টেনিস আয়োজনের সিদ্ধান্তটা তাই নেয়া উচিত প্রতিটি খেলোয়াড়ের কথা চিন্তা করে। তিনি বলেন, ‘সারা বিশ্বের খেলোয়াড়দের অধিকার রয়েছে টেনিসের প্রতিটি আসরে অংশ নেয়ার। যদি সেটা না হয়, তাহলে আমি বলবো টেনিস শুরু করবেন না। টেনিস ফুটবলের মতো নয়। টেনিসের প্রতিটি আসরই বৈশ্বিক। আমার মনে হয় টেনিস শুরুর জন্য তাড়াহুড়ো করা ঠিক হবে না। যেহেতু এখনো এর কার্যকরী ওষুধ তৈরি হয়নি। মাঠে পুরো মনযোগ দিয়ে খেলাটাও কঠিন হবে বলে আমার ধারণা।’
অর একটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলে রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করবেন ৩৪ বছর বয়সী নাদাল। ক্লে কোর্টের রাজা বলা হয় রাফায়েল নাদালকে। ক্যারিয়ারের ১৯ গ্র্যান্ড স্লাম শিরোপার ১২টি জিতেছেন তিনি রোলাঁ গ্যারোর কাদামাটির (ক্লে) কোর্টে। ক্যারিয়ারে ফ্রেঞ্চ ওপেনে খেলা ৯৫ ম্যাচের ৯৩টিতেই জয়ের রেকর্ড সবশেষ র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা রাফায়েল নাদালের। ফ্রান্স টেনিস ফেডারেশন চাচ্ছে সেপ্টেম্বরেই শুরু হোক ফ্রেঞ্চ ওপেন। নাদাল বলেন, ‘তাদের ইতিবাচক মনোভাবের এবং আসরটি মাঠে গড়ানোর জন্য তাদের প্রস্তুতি শুরু করার বিষয়টি প্রসংশার দাবি রাখে। তবে এটা এখন অনুমান করা কঠিন, সেপ্টেম্বরে সারা বিশ্বের করোনা পরিস্থিতি কেমন থাকবে।’
ইউএস ওপেন সময় মতো মাঠে গড়াবে কি না তা নিয়ে সংশয় আছে নাদালের, ‘এখনো কয়েকমাস বাকি। আশা করছি পরিস্থিতির উন্নতি হবে। আমি আশাবাদী, আয়োজকরা সঠিক সিদ্ধান্তই নেবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *