শ্রীমঙ্গলে অনলাইন স্কুলের কার্যক্রম শুরু

মৌলভীবাজার:
‘আমার ঘরে আমার স্কুল’ শ্লোগান উপজীব্য করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনলাইন স্কুলের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় মাধ্যমিক শিক্ষা উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, মৌলভীবাজার ক্যাবল সিস্টেমের (এমসিএস) চেয়ারম্যান শওকত হাসান খান এলিন, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত ইমা প্রমুখ।

এই অনলাইন স্কুল সরকারের ‘আমার ঘরে আমার স্কুল’ কার্যক্রমকে আরও বেগবান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশা প্রকাশ করেন শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *