শ্রীপুরে অসময়ে তরমুজ চাষে হামিদের সফলতা

[২] গাজীপুরের শ্রীপুর উপজেলায় অসময়ে মাচায় ঝুলিয়ে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বক্স জাতের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন, তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার আব্দুল হামিদ নামের এক যুবক। নতুন জাতের এই তরমুজ চাষ করে তিনি আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী।

[৩] সরেজমিনে দেখা যায়, আব্দুল হামিদ নিজের উদ্যোগেই মালচিং পদ্ধতিতে গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বক্স জাতের তরমুজেরচাষ করেছেন। ১৭ শতাংশ জমি জুড়ে ঝুলছে ২ থেকে ৩ কেজি ওজনের কালো ও হলুদ রঙের তরমুজগুলো।স্থানীয় বাজারের গন্ডি পেরিয়ে আব্দুল হামিদের আশা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির।তরমুজের ভালোফলন দেখে উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে চাষিরা আসছেন।অনেকে উদ্ধুদ্ধ হচ্ছেন তরমুজ চাষে।

[৪] উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম ময়ীদুল হাসান বলেন, কৃষক আব্দুল হামিদের এ সফলতায় উপজেলায় এ জাতের তরমুজ চাষের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ জাতের তরমুজ মাত্র ৬০-৬৫ দিনেই ফলন শুরু হয়। অসময়ের হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।তাছাড়া কৃষক বেশ ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *