শুটিং আপাতত বন্ধ রাখা উচিত -অপর্ণা ঘোষ

গত বছর করোনার সময় প্রায় পাঁচ মাসের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। এবারও সাবধানতা অবলম্বন করছেন তিনি। করোনা পরিস্থিতি বাজে হওয়ায় চলতি মাসের ১ তারিখ থেকে কোনো প্রকার শুটিং করেননি। আপনি কি একটু আগে কাজ বন্ধ রেখেছেন? অপর্ণা বলেন, আমাদের শোবিজের অনেকেই আক্রান্ত হয়েছেন। কে কীভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন আমরা কেউ বুঝতে পারছি না। হয়তো আমরা ভাবছি বয়স কম যারা তাদের কোনো সমস্যা হবে না। আমাদের দ্বারা যদি বয়স্করা কেউ আক্রান্ত হন সেটা তো আমাদেরই ভুল। সেই চিন্তা থেকেই কাজ বন্ধ করেছি।
এখন কোথায় আছেন? উত্তরে অপর্ণা বলেন, বাড়িতে আছি। চট্টগ্রামে। কোথাও বের হচ্ছি না। করোনা বেড়ে গেছে। লকডাউন চলছে। যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে আমি খুব ভীত। তাই বাড়িতে চলে এসেছি। পরিবারের সঙ্গেই আছি। সর্বশেষ কোন নাটকের শুটিং করেছিলেন? অপর্ণা বলেন, রওনক হাসান ভাইয়ের ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’। এই নাটকটিতেই সবশেষ অভিনয় করি। ঈদের কাজ নিয়ে কী ভাবছেন? অপর্ণা বলেন, আসলে এখনও পরিকল্পনা করিনি। আপনার ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ শিরোনামের একটি ছবির শুটিং চলছিল। সেটার কী খবর? অপর্ণা বলেন, সিনেমাটার ৩০ ভাগ কাজ বাকি আছে। কিন্তু ঝামেলা হয়ে গেলো আবারও। লকডাউনের কারণ শুটিং পিছিয়ে গেলো। এখন নাটক-সিনেমার শুটিং কি বন্ধ থাকা উচিত? আপনার কাছে কী মনে হয়? অপর্ণা বলেন, শুটিং আপাতত বন্ধ রাখা উচিত। আমি তো কাউকে খালি খালি আক্রান্ত করতে পারি না। তাই চাই না এখন শুটিং হোক। আগে দুই-তিন মাস লকডাউন দিত। এখন তো সময় কম। কষ্ট করে হলেও বিধি নিষেধগুলো সঠিকভাবে মানা উচিত। আপনার ঘরে থাকার জন্য যদি কারও প্রাণ বাঁচে তাহলে কেন সেটা করবেন না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *