শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, চলছে টিকাদান

মহসীন কবির: [২] শিক্ষার্থীদের টিকার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারি-বেসরকারিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী পরিচয় নিয়ে গেলেই সেখানে তারা টিকা পাবে। এখানে কাউকেই বাদ দেওয়ার সুযোগ নেই। তাই শনিবার সকাল থেকেই শিক্ষার্থীদের টিকা নিতে দেখা গেছে।

[৩] শুক্রবার (২১ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

[৪] জাহিদ মালেক বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি না, সে কারণে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। এরইমধ্যে ঢাকা শহরের হাসপাতালের শয্যা প্রায় এক তৃতীয়াংশ পূর্ণ হয়ে গেছে। এভাবে সংক্রমণ বাড়লে ঢাকার সব হাসপাতালেও স্থান সংকুলান হবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *