রাবিতে হিমেলের মৃত্যুর ঘটনায় মামলা করবে প্রশাসন, ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি শিক্ষার্থীদের

বুধবার বেলা পৌনে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ট্রাকচাপায় নিহতের ঘটনায় উপাচার্য শিক্ষার্থী সব দাবি মানার আশ্বাস দিয়েছেন। আশ্বাসের পর দাফনের জন্য বাড়ির পথে নেয়া হয়েছে মাহবুব হাবিব হিমেলের মরদেহ।

[৩] জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হবে জানিয়ে উপাচার্য বলেন, বুধবারের মধ্যে হিমেলের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এ ছাড়াও হিমেলের মায়ের সব ধরনের আর্থিক দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয়।

[৪] এদিকে শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় পর মঙ্গলবার দিবাগতরাতে উপাচার্যের বাসভবনের সামনে ক্ষতিপূরণসহ ৬টি দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে নিহতের বোনকে চাকরি দিতে হবে, ঠিকাদারি প্রতিষ্ঠান পাল্টাতে হবে, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করতে হবে।

[৫] মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *