রজতজয়ন্তী পেরিয়ে মিজান খন্দকার

খন্দকার মিজানুর রহমান। সংবাদ উপস্থাপনা জগতের বেশ আলোচিত নাম। দেশ-বিদেশের গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা করে কুড়িয়েছেন প্রশংসা। এখন পর্যন্ত সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ বেতার, চ্যানেল আই, আরটিভি, দিগন্ত টিভি, রেডিও টুডে, বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি বাংলা এবং আমেরিকার দ্বিভাষিক চ্যানেল টাইম টিভিতে। বিশেষ করে বিবিসিতে উপস্থাপনা করে আলাদা খ্যাতি অর্জন করেছেন। যার ফলে এ উপস্থাপক চলতি বছরই পেয়েছেন দুই দু’টি সম্মাননা। সংবাদ উপস্থাপনায় বিশেষ অবদানের জন্য টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড এবং সেরা সংবাদ উসস্থাপক হিসেবে আইকোনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন। খন্দকার মিজানুর রহমান মানবজমিনকে বলেন, গত ২৫ বছরের বেশি সময় ধরে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছি।
যে দু’টি সম্মাননা পেলাম, আমার কাজের স্বীকৃতি। এই স্বীকৃতি আমার কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি, সামনে উপস্থাপনায় আরও ভিন্ন মাত্রা আনার চেষ্টা করবো। আর সকল দর্শক, শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা তারাও আমাকে সবসময় প্রেরণা জোগায়। নানা জায়গায় উপস্থাপনায় ভিন্নতার কারণে ভালোবাসা, শ্রদ্ধা পাই। যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতিও রইলো কৃতজ্ঞতা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *