যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৫৫ রানে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইচ মোল্লাহ, আরিফুল ইসলাম এবং রাকিবুল হাসানের দারুণ ব্যাটিংয়ে ২৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নাইমুর রহমান নয়ন, আরিফুল এবং আব্দুল্লাহ আল মামুনের দারুণ বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাতে ১৫৫ রানের বড় জয় পায় বাংলাদেশের যুবারা।

[৩] জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রোডেশিয়ান যুবারা। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে কনোর মিচেল ও স্টিভেন সাউল মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান।

[৪] ২৭ বলে ১০ রান করা মিচেলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। এরপর সেভাবে কেউই জুটি গড়তে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাউল। তবে জয়ের জন্য সেটা যথেষ্ঠ ছিল না। ৩৯ রান করা সাউলকে ফেরান নাইমুর।

[৫] শেষ দিকে আরিফুলের বলে বোল্ড হয়ে ফেরার আগে তাশিঙ্গা ম্যাকোনি করেছেন ২২ রান। দলের সাত ব্যাটার দুই অঙ্কের কোটা ছুঁতে পারায় মাত্র ১১০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের যুবাদের হয়ে নাইমুর তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন আরিফুল ও মামুন।

[৬] এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে এক বল বাকি থাকতে ২৭৭ রানে অল আউট হয় বাংলাদেশের যুবারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৮২ রান এসেছে আইচ মোল্লাহর ব্যাট থেকে। এ ছাড়া আরিফুল ৪০, রিপন মন্ডল ৩৯, রাকিবুল ৩৬ এবং মোহাম্মদ ফাহিম করেছেন ৩৩ রান। জিম্বাবুয়ের হয়ে মিচেল চারটি উইকেট পেয়েছেন।
[১] মার্কিন ক্রেতাদের ন্যায্যমূল্য প্রদানের আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ≣ [১] অতিরিক্ত ভাড়া আদায়ে ঢাকা-চট্টগ্রামে ৪৩ বাসে জরিমানা ≣ [১] টিগ্রে অস্ত্রবিরতিতে টেলি যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা পুনর্গঠন করার দাবি জানালো ত্রাণকর্মীরা

[৭] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল – ২৭৭/১০ ( ৪৯.৫ ওভার) (আইচ ৮২, আরিফুল ৪০, রিপন ৩৯, রাকিবুল ৩৬, ফাহিম ৩৩; মিচেল ৪/৩০)
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল – ১১০/১০ (লক্ষ্য ২৫৬) (৩৫.২ ওভার) (সাউল ৩৯, ম্যাকোনি ২২; নাইমুর ৩/১৮, আরিফুল ২/৬, মামুন ২/১৫)

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *