যার কবর থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়েছিল

ফেসবুক থেকে, ১৯৬৯ ইং সনে মিশরের ডাক টিকেটে পাওয়া “ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বোখারী(র:) দূর্লব ছবি। পৃথিবীতে বোখারী শরিফের ৪জন হাফেজের মধ্যে ইমাম বোখারী অন্যতম।১৮৪ হিজরী সালের ১৩ই শাওয়াল বাদ জুম্মা এই পৃথিবীতে আসেন।

এক আল্লাহর ওলী বলেন,আমি একরাতে স্বপ্নে দেখলাম রাসুল(সা:)এর সাথে কতিপয় সাহাবা নিয়ে এক জায়গায় অপেক্ষা করতেছিলেন,আমি রাসুল(সা:)এর কাছে অপেক্ষার কারণ জানতে চাইলাম, উত্তরে আমাকে বললেন আমরা ইবনে ইসমাঈল বোখারীর জন্য অপেক্ষা করছি।

কয়েদিন পর জানতে পেলাম বোখারী ইন্তেকাল করেছেন,কিন্তু আমার স্বপ্নের দিকে লক্ষ করলাম,তখন দেখতে পেলাম আমি যে রাত্রে স্বপ্নে দেখেছিলাম ২৫৬ হিজরী সনের ঈদুল ফিতরের রাতে১৩দিন কম ৬২ বছর বয়সে (শনিবার দিবাগত রাতে) বোখারী ইন্তেকাল করেন।তার পরের দিন ইমাম বোখারীকে সমরখন্দ থেকে দু’ফরসাখ দূরবর্তী “খারতাং”নামক এক পল্লী গ্রামে কবর দেয়া হয়। কবর দেয়ার পর তাহার কবর থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হতে লাগে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *