মোদির কর্মকাণ্ডকে ‘অমার্জনীয়’ বললো দ্য ল্যানচেট

করোনাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মকাণ্ডকে অমার্জনীয় (ইনএক্সকিউজ্যাবল) বলে অভিহিত করেছে বৃটেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানচেট’। শনিবার প্রকাশিত তাদের সম্পাদকীয়তে বলা হয়েছে, মোদির কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো করোনা সঙ্কটকালে সমালোচনা ও উন্মুক্ত আলোচনাকে গলাটিপে ধরা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, করোনা মহামারির প্রথমদিকে নিয়ন্ত্রণের সফলতা নিয়ে বিভ্রান্তিতে ছিল ভারত। এ সময়ে জাতীয় বিপর্যয় সৃষ্টির মতো একটি সঙ্কটে নেতৃত্ব দিয়ে থাকতে পারে মোদির সরকার। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই জার্নালে করোনা মহামারি মোদি সরকার যেভাবে মোকাবিলা করছে তার কড়া সমালোচনা করা হয়েছে। ভারতের এই সঙ্কট থেকে উত্তরণ নির্ভর করবে প্রধানমন্ত্রী মোদির প্রশাসনের তার ভুলগুলো ধরে রাখা বা স্বীকার করার ওপর। দ্য ল্যানচেট লিখেছে, করোনা নিয়ন্ত্রণের বেলায় আগেভাগেই সফলতা দাবি করে এক বিভ্রান্তির সৃষ্টি করে ভারত।
এপ্রিল মাসের পূর্ব পর্যন্ত সরকারের কোভিড-১৯ টাস্কফোর্স কয়েক মাস ধরে কোনো বৈঠকে বসেনি। এই সিদ্ধান্তের পরিণতি আমাদের সামনে পরিষ্কার। এখন যখন সঙ্কট ভয়াবহ অবস্থায়, এরই মধ্যে ভারতকে তার গৃহীত পদক্ষেপ পুনর্গঠন করতে হবে। এমন প্রচেষ্টার সফলতা নির্ভর করবে সরকারের ভুলগুলো মেনে নিয়ে তার ওপর গৃহীত পদক্ষেপের ওপর। তাদেরকে দিতে হবে দায়িত্বশীল নেতৃত্ব, স্বচ্ছতা এবং বাস্তবায়ন করতে হবে জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ বাস্তবায়ন। এ প্রচেষ্টার মূলে থাকতে হবে বিজ্ঞান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *