মুজিববর্ষ উপলক্ষে বেতারের দুই নাটক

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার নির্মাণ করেছে দু’টি নাটক। এগুলো হলো- ‘বালাম খাতা’ ও ‘আলাপী সুন্দরীর কিচ্ছা’। বঙ্গবন্ধুর ভাষণের উদ্ধৃতি থেকেই এই দু’টি নাটকের গল্প তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, দিন দিন যদি দ্রুতগতিতে জনসংখ্যা বাড়তে থাকে তাহলে অচিরেই ফসলি জমির উপর চাপ পড়বে। আর এর থেকেই খাদ্যের ঘাটতি দেখা যাবে। সুতরাং এখনই আমাদের সচেতন হতে হবে। আর বাল্যবিবাহ রোধ করতে হবে। এই দু’টি বিষয়কে ঘিরেই নাটকের বিষয়বস্তু গড়ে উঠেছে।


গুণী অভিনেতা মাসুম আজিজ নাটক দু’টির রচয়িতা। গান, কবিতা আর সংলাপের মধ্য দিয়েই নির্মিত হয়েছে ‘বালাম খাতা’ ও ‘আলাপী সুন্দরীর কিচ্ছা’। নাটক দু’টির মূল বক্তব্য হচ্ছে- জনসংখ্যা ও বাল্যবিবাহকে রোধ করা। বাংলাদেশ বেতারের জনসংখ্যা ও পুষ্টি সেল বিভাগ থেকে নির্মিত হয়েছে নাটক দু’টি। নাটকগুলোর প্রচার সময় চল্লিশ মিনিট। দু’টি নাটকে অভিনয় করেছেন শম্পা রেজা, নায়লা আজাদ নূপুর, অরুণা বিশ্বাস, সালাহ্‌উদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, মাসুম আজিজ, মনির খান শিমুল, শাহেদ শরীফ খান, আশ্রাফ কবির ও একঝাঁক শিশুশিল্পী। চলতি মাসের শেষ সপ্তাহে প্রচারের সম্ভাবনা রয়েছে নাটক দু’টির। নাটক দু’টি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা যাত্রী ফেরদৌসী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *