মিস ইউনিভার্স হলেন হরনাজ

১৯৯৪ সালে ভারত পেয়েছিল তার প্রথম মিস ইউনিভার্স। বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। দীর্ঘ ২১ বছর পর ভারত পেলো তার তৃতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। এ বছর ইসরাইলে বসেছিল মিস ইউনিভার্সের আসর। ২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবি পরিবারে। চণ্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইতিমধ্যেই দুটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে।
টিনএজ বয়স থেকেই মডেলিংয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন হরনাজ। ২০১৭ সালে মিস চণ্ডীগড় হয়েছিলেন হরনাজ সান্ধু। এরপর ২০১৮ সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা ১২ প্রতিযোগীর মধ্যে ছিলেন হরনাজ, কিন্তু সে বছর সেরার শিরোপা পেতে ব্যর্থ হন তিনি। এরপর ২০২১ সালে ফের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই বছর সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হরনাজ। এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। লারা দত্তের পর ফের একবার মিস ইউনিভার্স মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন হরনাজ। রোববার তার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান পায় প্যারাগুয়ে ও সাউথ আফ্রিকার প্রতিযোগী। হরনাজ মডেলিং ও অভিনয়ের পাশাপাশি কাজ করতে চান অসহায় নারীদের নিয়ে। শিশুদের জন্যও করতে চান কাজ। পাশাপাশি ভালো সুযোগ পেলে বলিউড ছবিতেও কাজ করতে ইচ্ছুক। হরনাজ বলেন, স্বপ্নের মতো লাগছে সব। মিস ইউনিভার্স হওয়ার পর থেকেই জীবন অন্যরকম লাগছে। আমি নিজেকে এখান থেকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই। সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। আরও ভালোভাবে নারী ও শিশুদের নিয়ে কাজ করতে চাই। বলিউড থেকে প্রস্তাব পেলেও আগ্রহী আমি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *