মির্জা ফখরুল বললেন, হু ইজ পরীমণি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ করে চিত্রনায়িকা পরীমণি নিয়ে হইচই পড়ে যাওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিএনপির এই নেতা পরীমণিকে চেনেন না। কদিন ধরে আলোচনায় থাকা পরীকে নিয়ে তিনি প্রশ্ন ছুড়লেন, ‘হু ইজ পরীমণি?’ আরটিভি

মির্জা ফখরুল বলেন, ইস্যুটা হচ্ছে পরীমণি। সরকারের আবার সেই ডাইভারশন, আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া। প্রতি মুহূর্তে জনগণকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, মিথ্যাচার করা- এটাই হচ্ছে তাদের (ক্ষমতাসীন দল) মূল কাজ। তারা মানুষকে বিভ্রান্ত করবে, মানুষকে ভুলপথে নিয়ে যাবে।

বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যখন অত্যন্ত অসুস্থ, তখন সেটা ধামাচাপা দেয়ার জন্য পরীমণির বিষয়টি সামনে আনা হয়েছে। এই সরকার সব সময় একটা ঘটনার পেছনে আরেকটি প্রসঙ্গ দাঁড় করিয়ে দেয়।
[১] ১৪ লাখ ৩৯ হাজার ২৬৭ জনের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে সংশয় ≣ পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন ≣ [১] টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

পরীমণির মামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মামলা করা হয়েছে ধর্ষণ ও হত্যাচেষ্টার। আর আরেকটা অপরাধের দায় দিয়ে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। আজকে অনেক প্রশ্ন আসছে, তাহলে কী ক্ষমতাধররা বা প্রশাসন কী যা চাইবেন তাই হবে?

তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার চিকিৎসার পর্যাপ্ত যে ব্যবস্থা দরকার, সেটা করা হচ্ছে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *