মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়লো ‘শতাধিক’ ঘর-দোকান

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুনে প্রায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। তবে স্থানীয়রা বলছেন ক্ষতিগ্রস্ত ঘর ও দোকানের সংখ্যা একশ পেরিয়ে যাবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করতে একটি কমিটি করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেগুলোর মধ্যে টিন এবং লোহার জিনিসপত্র উল্টেপাল্টে কোন কিছু অক্ষত খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বস্তিবাসী।

রবিউল নামে এক বাসিন্দা জানান, তিনি ঢাকায় রিকশা চালান। তার ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে গেছে।

তিনি বলেন, ‘এইহানে যারা থাহে সবাই নিম্নআয়ের, কেউ রিশকা চালায়, কেউ দিনমজুর, কেউ বাসাবাড়িতে কাম করে। আগুনে সবাইরে নিঃস্ব কইরা দিয়া গেল।’

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক বাড়িঘর পুড়ে গিয়েছিল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *