ভ্রমণে গেলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

বন্ধু কিংবা পরিবারের সঙ্গে দেশে বিদেশে ঘুরতে পছন্দ করেন অনেকে। আবার বিভিন্ন কাজের খাতিরেও দেশ-বিদেশ ঘুরতে হয়। এ সব ভ্রমণ নিরাপদে সম্পন্ন করতে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা সুন্নাত। প্রিয় নবী (সা.) হাদিসে পাকে নিরাপদে ভ্রমণ সম্পন্ন করতে আল্লাহর কাছে দোয়া করেছেন। হাদিসে এসেছে-

হজরত আনাস (রা.) বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ (সা.) এ দোয়া না পড়ে বসা থেকে ওঠে সফর (ভ্রমণ) শুরু করেননি-

اللَّهُمَّ إِلَيْكَ تَوَجَّهْتُ، وَبِكَ اعْتَصَمْتُ، اللَّهُمَّ اكْفني ما هَمَّني وَمَا لا أَهْتَمُّ لَهُ، اللَّهُمَّ زَوِّدْنِي التَّقْوَى، وَاغْفِرْ لي ذَنْبِي، وَوَجِّهْنِي لِلْخَيْرِ أيْنَمَا تَوَجَّهْتُ
[১] বাংলাদেশ ব্যাংক গভর্নরের বয়স সীমা বৃদ্ধি বিল অনুমোদন করলেন রাষ্ট্রপতি ≣ [১] করোনা : ১৮টি দেশে কাজ বন্ধ করবে অক্সফাম, দেড় হাজার কর্মী ছাঁটাই ≣ কে এই রহস্যময়ী মার্কিন নারী ?

উচ্চারণ : আল্লাহুম্মা ইলাইকা তাওয়াঝ্ঝাহতু; ওয়া বিকা আতাসামতু; আল্লাহুম্মাকফিনি মা আহাম্মানি; ওয়া মা লা আহতাম্মু লাহু; আল্লাহুম্মা যাওয়্যিদনিত তাক্বওয়া; ওয়াগফিরলি জামবি; ওয়া ওয়াঝ্ঝিহনি লিলখাইরি আইনামা তাওয়াঝ্ঝাহতু।

অর্থ : ‘হে আল্লাহ! তোমার দিকেই দৃষ্টি ফিরাই। তোমার কাছেই আশ্রয় চাই। হে আল্লাহ! আমার গুরুত্বপূর্ণ এবং সাধারণ কাজকর্মে সাহায্যকারী হিসাবে তুমিই যথেষ্ট। হে আল্লাহ! তুমি আমাকে তাকওয়ার ভূষণে ভূষিত কর। আমার গোনাহকে ক্ষমা কর। আমি যেখানেই যাই তুমি আমাকে কল্যাণের দিকে ধাবিত কর।’

দুনিয়ার সব সৌন্দর্য দেখতে এবং আল্লাহর সৃষ্টি দেখে তার গবেষণা ও গুণ করার নির্দেশই এসেছে কুরআনে। দুনিয়া ভ্রমণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে আল্লাহ তাআলা এভাবে নির্দেশ দেন-

‘(হে রাসুল!) আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। (সুরা আনকাবুত : আয়াত ২০)

সুতরাং মানুষের উচিত, দুনিয়ার সুন্দর সৃষ্টিকর্ম দেখার সফরে হাদিসে শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। নিরাপদ ভ্রমণের সব বিপদ ও অনিষ্টতা থেকে মুক্তি কামনা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়াটি পড়ে ভ্রমণ শুরু করার তাওফিক দান করুন। প্রত্যেকের ভ্রমণকে নিরাপদ করুন। আমিন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *