ভূমি প্রশাসনকে আরও গতিশীল করা হয়েছে, ভূমি ডাটাব্যাংকের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সেবা ও স্থাপনা উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। নিউজ২৪ টিভি

[৩] তিনি বলেন, জমির কারণেই অনেক সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি হয়, এজন্য উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা হয়েছে। ভূমির যথাযথ উন্নয়ন ও কৃষি জমি রক্ষা করতে হবে। ডিবিসি টিভি

[৪] তিনি বলেন, কর দিতে এখন আর ভূমি অফিসে যেতে হয় না, বাসায় বসেই দেওয়া যায়।

[৫] এসময় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

[৬] এর আগে মঙ্গলবার পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপের মত ভূমি সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিলাদি (সার্টিফায়েড ডকুমেন্ট) ভূমিসেবা গ্রহীতা নাগরিকদের বাসায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষর করে ভূমি মন্ত্রণালয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *