ভারতে কোভিডে মৃত্যু সরকারি হিসেবের চেয়ে ৬-৭ গুণ বেশি বলছে জরিপ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-আহমেদাবাদ ও টরেন্টো ইউনিভার্সিটির যৌথ এক জরিপে ১ লাখ ৪০ হাজার মানুষের তথ্য-উপাত্তের সঙ্গে সরকারি তথ্য বিশ্লেষণ ও যাচাই করে এ হিসেব দিয়েছে। দি প্রিন্ট

[৩] গত সেপ্টেম্বরে ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে। গবেষণায় ২০২০ ও গতবছরের কোভিডে মৃত্যু হার নিয়ে দুটি সরকারি প্রতিবেদন ও আরেকটি স্বাধীন জরিপের ফলাফলও খতিয়ে দেখা হয়।

[৪] জার্নাল সাইন্সে প্রকাশিত প্রতিবেদন বলছে ভারত সরকার কোভিডে মৃত্যু ২৬ থেকে ২৯ লাখ বললেও আসলে মারা গেছে ৩১ থেকে ৩৪ লাখ মানুষ।

[৫] জরিপে সবার কাছে জিজ্ঞেস করা হয় তার পরিবারে কে, কখন মারা গেছে। দেশটির ১০টি রাজ্যের সরকারের মৃত্যু রেজিস্টার ও সিভিল রেজিস্ট্রেশনের হিসেব যাচাই করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *