ভারতকে হারিয়ে সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

পাঁচ ম্যাচ টি-টোয়িন্টি সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা।

কটকের বরবটি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে স্বাগতিক ওপেনার ঋতুরাজ আউট হলেও পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৪২ রান করে ভারত। ইনিংসের সপ্তম ওভারে আগ্রাসী হয়ে ওঠা কিষানকে ফেরান নরকিয়া ২১ বলে তিনটি ছয়ের মারে ৩৪ রান করেন তিনি। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করা শ্রেয়াস আইয়ারকে ফেরান প্রিটোরিয়াস। মাঝের দিকে ব্যাটাররা প্রয়োজনের তুলনায় ব্যাট চালাতে না পারলেও শেষের দিকে কার্তিকের ৩০ রানের সুবাদে ১৪৮ রান করে ভারত। শেষ দুই ওভারেই কার্তিক ও হার্শাল মিলে স্কোর বোর্ডে জমা করেন ৩০ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভুবনেশ্বরের ঝড়ো বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২৯ রান করতেই তিন উইকেট হারায় সফরকারীরা। তিনটি উইকেটই নেন ভুবনেশ্বর। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ম টেম্বা বাভুমার সঙ্গে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন হেনরিক ক্লাসেন। বাভুমা ব্যক্তিগত ৩৫ রানে আউট হলেও ক্লাসেনের ক্যারিয়ার সেরা ৮১ রানের সুবাদে শুরুর দিক চাপ সামলে ম্যাচে চালকের আসনে চলে আসে প্রোটিয়ারা। ৪৬ বলে ৮১ রানের ইনিংসে পাঁচটি ছক্কা ও সাতটি চার হাকান ক্লাসেন। তাকে হার্শাল ফেরানোর পর শেষের দিকে ভুবনেশ্বর পার্নেলকে আউট করলেও মিলারের ২০ রানের সুবাধে ৪ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট নেন ভুবনেশ্বর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *