ব্যাপক আয়োজন ঈদ নাটকের

ক’দিন বাদেই ঈদ। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারই টিভি চ্যানেলগুলোর থাকে বিশেষ আয়োজন। তবে গত কয়েক বছর ধরে টিভি চ্যানেলের সঙ্গে যোগ হয়েছে ইউটিউব চ্যানেল। এ মাধ্যমের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ঈদ নাটক তৈরি হয়। গেল বছর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে দুই ঈদে নতুন নাটকের সংখ্যা তুলনামূলক অনেক কম ছিল। তবে গত বছরের শেষ দুই মাস ও চলতি বছরের প্রথম তিন মাস নাটকের শিল্পীরা বেশ ব্যস্ত সময় পার করেছেন নাটকের শুটিং নিয়ে। যদিও চলতি লকডাউনে অনেক তারকা শিল্পী কাজ করছেন না। তবে গেল দুই ঈদের মতো এবার ঈদে দর্শকদের নতুন নাটকের খরায় ভুগতে হবে না।
প্রায় সব শিল্পী এবার ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে অনেকে শুটিং শেষ করেছেন লকডাউনের আগে। আবার অনেকে লকডাউনের মধ্যেও কাজ করেছেন। এরমধ্যে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে নতুন ছয় নাটকে। এগুলো নির্মাণ করেছেন হানিফ সংকেত, সালাউদ্দিন লাভলু, শামিম জামান, দীপু হাজরা ও মাসুদ সেজান। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও এবার এক ডজনের বেশি নাটকে থাকছেন বলে জানা গেছে। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা চলতি বছরের শুরু থেকে চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তাই বলে টিভি নাটক থেকে বাদ পড়ছেন না। এই অভিনেত্রীকে ‘ইঁদুর-বিড়াল’, ‘রাত গভীর হয়’সহ আরো কয়েকটি নাটকে দেখা যাবে। ছোট পর্দার জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী গেল মাসের শেষের দিক থেকে শুটিং বন্ধ রেখেছেন। তবে ঈদের নাটকে ঠিকই থাকছেন তিনি। এবার ঈদে এই গ্ল্যামারকন্যাকে ‘ব্লাড’, ‘দ্বিতীয় সূচনা’ ও ‘নামকরণ’সহ বেশকিছু নাটকে দেখা যাবে। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোও থাকছেন বেশ একাধিক নাটকে। উল্লেখযোগ্য নাটকগুলো হলো মিজানুর রহমান আরিয়ানের ‘তাকে ভালোবাসা বলে’, ‘দ্বিতীয় সূচনা’ ও ‘নামকরণ’। জনপ্রিয় অভিনেতা অপূর্বকেও দেখা যাবে বেশকিছু নাটকে। তার অভিনীত কয়েকটি নাটক হলো রাকেশ বসুর ‘রক্ত’, মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’, শিহাব শাহীনের ‘সে বউয়ের কথায় চলে’, রুবেল হাসানের ‘ব্রেকিং নিউজ’। এবার ঈদে একাধিক নাটকে জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও সাফা কবিরকে। ঈদে এই জুটির উল্লেখযোগ্য নাটক হলো-মিজানুর রহমান আরিয়ানের ‘চিরকাল’, মোহাম্মদ মিফতাহ্‌ আনানের ‘হ্যালো লেডিস, মাবরুর রশিদ বান্নাহর ‘রিভার্স’ ও নাজমুল রনির ‘কেমন আছেন দুলাভাই’। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও বেশ কয়েকটি নাটকে থাকছেন বলে জানান। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘অ্যাওয়ার্ড’, ‘তিনশ’ টাকার প্রেম একশ’ টাকা’ ও ‘উইল ইউ ম্যারি মি’। ঈদে সালহা খানম নাদিয়াও কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। এরমধ্যে রয়েছে বিপ্লব হায়দারের ‘সুইসাইড ফোবিয়া’, ‘ভালোবাসায় সব সম্ভব’, অলোক হাসানের ‘ফরেন বাবুর্চি’ এবং মিথুল খানের ‘একটি অস্থির প্রেম’। এদিকে করোনার কারণে এবার টিভি চ্যানেলগুলোও ঈদের আগাম প্রস্তুতি শেষ করেছে। গেল বারের মতো এবার ঈদের নাটক নিয়ে বিপাকে পড়তে হবে না। চ্যানেল আই থেকে জানা গেছে ঈদে এবার তাদের ১৫টি একক নাটক ও ১০টি টেলিছবি থাকছে। মাছরাঙা টিভিতে ঈদে ২১টি একক নাটক ও ৭টি টেলিছবি প্রচার হবে। এটিএন বাংলায় ঈদে থাকছে ২০টির মতো নাটক। একই রকম নাটকের আয়োজন থাকছে বাংলাভিশন, বৈশাখী টিভি, আরটিভি, এনটিভিসহ অন্য চ্যানেলগুলোতেও।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *