ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন কিম

জীবনমানে উন্নতি আনতে না পারায় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন অশ্রুসিক্ত চোখে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। শনিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। খবর রয়টার্স।

নিজের বক্তব্যে সৈন্যদের তাদের অপরিসীম ত্যাগ, বিশেষ করে সাম্প্রতিক বেশ কয়েকটি ধ্বংসাত্মক ঝড় ও নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তাদের ‘অনন্য’ ভূমিকার জন্য ধন্যবাদ জানান কিম। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে উত্তর কোরিয়ার কেউ আক্রান্ত না হওয়ায় ভাষণে কৃতজ্ঞতা প্রকাশ করেন কিম।

মহামারী ঠেকাতে গৃহীত ব্যবস্থার প্রভাব, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বেশ কয়েকটি টাইফুনের কারণে সরকার জনগণের অবস্থার উন্নতিতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা যায়নি বলেও ভাষণে দায় স্বীকার করে নেন উত্তর কোরিয়ার এ শীর্ষ নেতা।

তিনি বলেন, ‘আমাদের জনগণ যে কঠিন জীবনযাপন করছে, সেখান থেকে তাদের

বের করে আনতে আমার আন্তরিকতা ও চেষ্টা যথেষ্ট ছিল না।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *